অনলাইন ডেস্ক : একবার করোনাকে হারিয়ে সুস্থ হয়ে ওঠা মানুষেরা আবার আক্রান্ত হচ্ছে করোনায়। চীনে এমন দুজন রোগীর সন্ধান মিলেছে যারা কয়েকমাস আগে করোনা থেকে সুস্থ হয়ে ওঠার পর ফের আক্রান্ত হয়েছেন। এরফলে করোনাভাইরাসের রোগীদের দেহে এই ভাইরাস পুনরায় দেখা দেওয়ার আশঙ্কা নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে।
চীনার হুবেই প্রদেশে রবিবার করোনা আক্রান্ত হন এক মহিলা, এরপরেই জানা যায় এর প্রায় ৬ মাসে আগে আরও একবার করোনা আক্রান্ত হয়েছিলেন তিনি। এছাড়াও সোমবার অপর এক ব্যক্তির দেহে উপসর্গহীন করোনার ভাইরাস মিলেছে। তিনিও এর আগে এপ্রিলে করোনার কবলে পড়েছিলেন।স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ওই দুজনের কাছাকাছি আসা কারোরই কোভিড-১৯ ধরা পড়েনি। তবুও তাঁদেরকে আপাতত কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।