অনলাইন ডেস্ক : ভারতে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৪৬ হাজার ৯৬৪ জন। এ নিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে ৮১ লাখ ৮৪ হাজার ৮৩ জন হয়েছে।
এছাড়া এই সময়ে করোনায় মারা গেছেন ৪৭০ জন। এখন পর্যন্ত ১ লাখ ২২ হাজার ১১১ জনের প্রাণহানি হয়েছে এই ভাইরাসে। এখন পর্যন্ত ৭৪ লাখ ৯১ হাজার ৫১৩ জন করোনার কবল থেকে মুক্ত হয়েছেন।