লেখক : ডাঃ শহিদুল ইসলাম।
রোগ শোক জ্বরা ব্যাধী
সৃষ্টি আদীকাল
জন্ম মৃত্যুর বলয়ের বন্ধন
থাকবেও চীরকাল।
শব্দ স্পর্শ রুপ রস গন্ধ
বন্ধ হলে দেহের ঘরে
ভবের খেলা সাঙ্গ করে
যায় সে পরপারে।
মরলে মানুষ সমাধী হয়
ধর্মের অনুসারে
চীতায় হিন্দু কফিনে খৃষ্টান
মুসলিম কবর খুঁড়ে।
মৃত্যুর পরে শেষ হয়ে যায়
জগতের বন্ধন
দেখতে আসে বিদায় মুখটা
সকল আপন জন।
গোসল কাফন জানাজার পর
কত শত লোক
কবর দিতে যায় গোরস্থান
বাড়ীতে বহে শোক।
কেমন করুন মৃত্যু এলো
সারাটা জাহান জুড়ে
মরলে কেহ যায়না কাছে
ভয়ে পালায় দূরে।
অগ্নি কান্ড ঘটলে কোথাও
নেভাতে লোক আসে
শুনলে মৃত্যু আসেনা কেউ
মৃত লাশের পাশে।
পিতা পুত্র স্বামী স্ত্রী
আপন ভাই বোন
দেখতে আসেনা মুখখানা তার
দূরে দাঁড়ায়ে করে ক্রন্দন।
রক্তের বন্ধন মায়ার বাঁধন
ভুলে গেছে সব শোকে
ছোঁয়াচে ব্যাধী করোনার ভয়ে
পাষান বাঁধিয়া বুকে।
এমন মৃত্যু দিওনা মানুষের
হে বিশ্ব দয়াময়
দিও মৃত্যু সময় হলে
মানুষ পাশে রয়।