অনলাইন ডেস্ক : সারা বিশ্বে তাণ্ডব চালাচ্ছে করোনাভাইরাস। ইতালিজুড়ে আবারও বাড়ছে করোনার প্রকোপ। দেশটিতে সম্প্রতি প্রকাশ্যে আসা এক ভিডিওতে দেখা যায়, টয়লেটে পড়ে রয়েছে মৃতদেহ। এমন ভিডিও প্রকাশ্যে আসার পর থেকে ক্ষোভে সাধারন মানুষ।
দেশটির পররাষ্ট্রমন্ত্রী লুগি ডি মাইও কার্যত স্বীকার করে নেন যে, করোনা মহামারির জেরে ইতালির অনেক জায়গায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। নেপলস এবং ক্যাম্পানিয়ার অনেক এলাকায় পরিস্থিতি যে খুব খারাপ সেকথাই জানিয়েছেন তিনি।
ফেসবুক ভিডিওতেও লুগি ডি মাইও জানান, এখন সেনাবাহিনী ডাকা উচিত যাতে তারা চিকিত্সক ও নার্সদের সহায়তা করতে পারে। তিনি বলেন, হাতে আর একটুও সময় নেই, ইতালির সরকারের অবিলম্বে হস্তক্ষেপ করা উচিত।
এছাড়া গত কয়েক দিন থেকে দেশটিতে করোনার শনাক্ত রোগী এবং মৃতের সংখ্যা বেড়েছে। খবরে বলা হয়েছে, হাসপাতালগুলোতে শিগগিরই আর রোগীর জায়গা হবে না।