দেশে করোনাভাইরাস রোগী শনাক্তের হার ছাড়াল ১৫ শতাংশ

অনলাইন ডেস্ক : বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাংলাদেশে বেড়েই চলেছে। দেশে করোনায় আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছে আরও দুই হাজার ১৯৮ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৪ লাখ ৭৯ হাজার ৭৪৩ জনে। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার হারে রোগী শনাক্ত হয়েছে ১৫ শতাংশেরও বেশি।

সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত একদিনে দেশের ১৩৭টি ল্যাবরেটরিতে ১৪ হাজার ৯৮৩টি নমুনা সংগ্রহ ও ১৪ হাজার ৩৬৯টি নমুনা পরীক্ষা করা হয়। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার সংখ্যানুপাতে শনাক্ত হওয়া রোগী বৃদ্ধি পেয়ে ১৫ দশমিক ৩০ শতাংশে দাঁড়িয়েছে।

গত মাস দুয়েক ধরে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্তের হার ১০ থেকে ১২ শতাংশ থাকলেও সম্প্রতি রোগীর সংখ্যা বৃদ্ধি পায়। বর্তমানে রাজধানীসহ সারাদেশে আরটি-পিসিআর ১১২টি, জিন এক্সপার্ট ১৫টি এবং র‌্যাপিড এন্টিজেন ১০টি ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষা চলছে।

দেশে গত ৮ মার্চ প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। সোমবার পর্য়ন্ত সারাদেশে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ২৮ লাখ ৭৭ হাজার ৫৩৮টি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *