করোনাভাইরাসের নতুন ধরন নিয়ে যা বলছে : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

অনলাইন ডেস্ক : ইংল্যান্ডে করোনাভাইরাসের নতুন চরিত্র নিয়ে বিশ্বজুড়ে আশঙ্কা বাড়ছে। ৪০টির বেশি দেশ ব্রিটিশ নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে। একের পর এক দেশ বন্ধ করছে বিমান পরিবহন সেবা। এই অবস্থায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) জানাল, ইংল্যান্ডে শনাক্ত হওয়া করোনাভাইরাসের নতুন ধরন নিয়ন্ত্রণের বাইরে যায়নি। খুব বেশি আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই।

 

রয়টার্স জানাচ্ছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তারা ভাইরাসের ক্ষেত্রে কিছু ইতিবাচক দিক খুঁজে পেয়েছেন। তবে ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, করোনার নতুন ধরন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এর পর উদ্বেগ আরও বেড়ে যায়।

 

বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরিবিষয়ক প্রধান মাইক রায়ান বলেন, এটিকে আমরা নিয়ন্ত্রণে দেখতে পেয়েছি। তাই সে অর্থে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে নয়। তবে এটিকে তার নিজের গতিপথে চলতে দেওয়া যাবে না। এই ভাইরাসের নিয়ন্ত্রণ নিশ্চিত করতে বর্তমানে যেসব ব্যবস্থা জারি রয়েছে, সেটাই সঠিক ব্যবস্থা।

 

স্বাস্থ্য সংস্থার জরুরিবিষয়ক কার্যক্রমের প্রধান বলেন, আমরা যা করছি, সেটাই আমাদের করে যেতে হবে। হয়তো আমাদের তা আরেকটু জোরের সঙ্গে, আরেকটু বেশি সময় ধরে করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *