ন্যাশনাল ডেস্ক : প্ল্যাটফর্মে বসে ট্রেনের অপেক্ষা শুরু হয়েছে সকাল আটটা থেকে। সময় বেড়েই চলেছে, কিন্তু ট্রেন আসছে না। এই ফাঁকে ব্যাগে মাথা রেখে ঘুমিয়ে নিচ্ছেন কেউ। কেউ খেলতে বসেছেন লুডু। অনেকের চেহারায় চরম বিরক্তি।
অগ্রিম টিকিটে ট্রেনে ঈদযাত্রার প্রথম দিনে আজ শুক্রবার কমলাপুর স্টেশনের ৩ নম্বর প্ল্যাটফর্মের দৃশ্য এটি। বেশির ভাগ যাত্রীই উত্তরবঙ্গগামী। অপেক্ষা করছেন রংপুর এক্সপ্রেসের জন্য। সকল ৯টার ট্রেন দুপুর ১২টায়ও স্টেশনে আসেনি। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ট্রেনটি আসতে আরও দেরি হতে পারে।
প্রথম দিনের ঈদযাত্রায় ভোর পৌনে ৫টা থেকে ছেড়ে গেছে ১৪টি ট্রেন। মোহনগঞ্জের উদ্দেশে প্রথম ছেড়ে যায় মেইল ট্রেন বলাকা এক্সপ্রেস। সকাল ৬টায় ধূমকেতু এক্সপ্রেস ছেড়ে যাওয়ার কথা থাকলেও যাত্রা শুরু করে সোয়া দুই ঘণ্টা দেরিতে। এরপর নির্ধারিত সময় থেকে প্রায় দেড় ঘণ্টা দেরিতে ছেড়ে যায় সুন্দরবন ও নীলসাগর এক্সপ্রেস। অন্যদিকে রংপুর এক্সপ্রেস স্টেশনে এসে পৌঁছাতেই পারেনি।
কমলাপুরে বাংলাদেশ রেলওয়ের স্টেশন ব্যবস্থাপক আমিনুল হক জানান, গতকাল বৃহস্পতিবার রংপুর যাওয়ার সময় বঙ্গবন্ধু সেতুতে রংপুর এক্সপ্রেসের একটি বগি বিকল হয়ে যায়। সে জন্যই ফিরতে দেরি হচ্ছে।
৩ নম্বর প্ল্যাটফর্মে পরিবার নিয়ে অপেক্ষা করছিলেন সরকারি চাকরিজীবী শাহরিয়ার জামান। যাবেন রংপুর। জানালেন, বহু কষ্টে টিকিট পেয়েছেন। নির্ধারিত সময়ে টিকিট ছাড়ার পর অনলাইনে চেষ্টা করেও পাননি। পরে আগের দিন রাত থেকে লাইনে অপেক্ষা করে টিকিট পান। এখন ট্রেনের জন্য অপেক্ষা আর ফুরাচ্ছে না। তিনি বলেন, ‘একবার শুনলাম ট্রেন ১২টায় আসবে। একটু আগে শুনলাম, সাড়ে সাত ঘণ্টা দেরি হবে। এত কষ্ট করে টিকিট কেটেও বাড়ি ফিরতে ট্রেনের শিডিউল বিপর্যয়ের ভোগান্তিতে পড়তে হচ্ছে।’
আজ শুক্রবার প্রথম দিন কমলাপুর ছেড়ে যাবে ৫২ জোড়া ট্রেন। সকালে ঈদযাত্রা পরিদর্শনে আসেন রেলমন্ত্রী নুরুল ইসলাম। এ সময় শিডিউল বিপর্যয় প্রসঙ্গে গণমাধ্যমকর্মীদের বলেন, ‘যেসব যাত্রীর বাড়ি ফিরতে দেরি হচ্ছে, তাদের কাছে ক্ষমা চাইছি। কোরবানি ঈদের আগে রেলের বহরে আরও ৩-৪ টি নতুন ট্রেন ও ৫০টি বগি যুক্ত হবে। আশা করছি, তখন আর এমন বিপর্যয় হবে না।’