বাড়ছে আতঙ্ক, ভারতেও মিললো করোনার নতুন রূপ

অনলাইন ডেস্ক : করোনাভাইরাসের তাণ্ডবে লণ্ডভণ্ড বিশ্ব। এরইমধ্যে আতঙ্ক বাড়াচ্ছে করোনার নতুন স্ট্রেন। যুক্তরাজ্য ফেরত ছয় ভারতীয় নাগরিকের শরীরেও মিলেছে প্রাণঘাতী এই ভাইরাসের নতুন স্ট্রেন।

 

দেশটির সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, করোনার নতুন স্ট্রেনে আক্রান্তদের মধ্যে তিনজন বেঙ্গালুরুর, দুইজন হায়দরাবাদের ও একজন পুনের বাসিন্দা। তাদেরকে ইতোমধ্যে আইসোলেশনে রাখা হয়েছে। যাদের শরীরে করোনার নতুন স্ট্রেন মিলেছে তাদের সহযাত্রীদেরও খোঁজ শুরু হয়েছে।

ভারতে গত ২৫ নভেম্বর থেকে ২৩ ডিসেম্বরের মধ্যে যুক্তরাজ্য থেকে ৩৩ হাজার যাত্রী ফিরেছেন। যাদের মধ্যে ১১৫ জন করোনায় আক্রান্ত ছিলেন। তাদের শরীরের নমুনা ‘জিনোম সিকোয়েন্সিং’ জন্য পাঠানো হয়েছিল। যার মধ্যে থেকে ছয়জনের শরীরে মিলেছে করোনা ভাইরাসের নতুন স্ট্রেন।

 

উল্লেখ্য, করোনাভাইরাসের নতুন স্ট্রেন নিয়ে বেশ চাপে রয়েছে ইউরোপের বিভিন্ন দেশসহ পুরো বিশ্ব। সংক্রমণ ঠেকাতে বিভিন্ন দেশে নতুন করে লকডাউনও ঘোষণা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *