বরিশাল অফিস : বরিশালে করোনাভাইরাস নমুনা পরীক্ষার ফলাফলে নতুন একজন রোগী শনাক্ত হয়েছেন। শনিবার বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষা করা হলে ৫৫ বছর বয়সী এক নারীর করোনা পজেটিভ আসে। আক্রান্ত নারীর বাড়ি উজিরপুর উপজেলায়। এনিয়ে বরিশাল জেলায় ৪১ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।
বরিশালের জেলা প্রশাসক এস.এম. অজিয়র রহমান জানান, নমুনা রিপোর্ট পাওয়ার পরপরই করোনা আক্রান্ত নারীর বাড়িসহ আশেপাশের এলাকা লকডাউনের প্রক্রিয়া শুরু হয়েছে। তিনি কোথায় যাতায়াত করেছেন, কাদের সংস্পর্শে ছিলেন তা যাচাই করা হচ্ছে।