
শেরপুর প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় ২৪ বোতল ভারতীয় মদসহ সুজন মিয়া (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঝিনাইগাতি থানা পুলিশ। আটকৃত মাদক ব্যবসায়ী সুজন মিয়া ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের ডাকাবর গ্রামের মুসলিম উদ্দিনের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, সুজন মিয়া গত ১৫ জানুয়ারী শুক্রবার গভীর রাতে ভারত সীমান্তবর্তী হতে রাংটিয়া এলাকায় চোরাই পথে অবৈধ মদ আমদানি করছিল। এ সময় পুলিশ অভিযান চালিয়ে রাংটিয়া এলাকায় সুজন মিয়াকে সন্দেহ হলে সুজনের শরীরের বিভিন্ন স্থান ও একটি বাজারের ব্যাগে থেকে ২৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করে।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফায়েজুর রহমান বলেছেন, আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং অভিযুক্তকে আদালতে সোপর্দ করা হয়েছে।










