‘ভূ-স্বর্গে ভয়ঙ্কর শৈত্যপ্রবাহ, ঝড়-বৃষ্টিসহ তীব্র তুষারপাতের পূর্বাভাস’

অনলাইন ডেস্ক :

ভয়াবহ শীতে জমে গেছে ভূ-স্বর্গ। যেখানেই চোখ যায় জম্মু ও কাশ্মীরের সেখানেই শুধু বরফের আস্তরণ। অনবরত তুষারপাত শৈত্যপ্রবাহের দাপটে সেখানকার মানুষের কার্যত নাভিশ্বাস উঠেছে। এর মধ্যেও আপাতত কোনও স্বস্তির খবর শোনাতে পারছে না ভারতের আবহাওয়া বিভাগ।

 

জানা গেছে, আগামী ৩১ জানুয়ারি থেকে আবহাওয়া আরও খারাপ হবে। পূর্বাভাস বলছে, ভূ-স্বর্গে আরও তীব্র হবে শৈতপ্রবাহ। এর সঙ্গে পাল্লা দিয়ে চলতে পারে বজ্র-বিদ্যুৎসহ ঝড়-বৃষ্টি। এমনকী তুষারপাত আরও বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।

বর্তমানে মাইনাস ৭.৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা জম্মু-কাশ্মীরের রাজধানী শ্রীনগরে, যা রেকর্ড। এর আগে ছিল ৫.৬ ডিগ্রি। পুরো উপত্যকা জুড়ে তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে। মানে হিমাঙ্কের নিচেই তাপমাত্রা সেখানে। আগামী আরও কয়েক দিন এরকমই থাকবে তাপমাত্রা।

সূত্র : নিউজ এইটটিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *