কুষ্টিয়ায় নতুন করে ১৩ জন করোনাভাইরাসে আক্রান্ত, মোট সনাক্ত ৩,৯৬২ জন

কুষ্টিয়া প্রতিনিধি :

 

কুষ্টিয়ায় নতুন করে ১৩ করোনায় আক্রান্ত জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৩,৯৬২ দাঁড়ালো ।

 

কুষ্টিয়ার মেডিকেল কলেজের প্রদত্ত তথ্য মতে, পিসিআর ল্যাবে  ১৯ মার্চ ২০২১ খ্রিস্টাব্দ তারিখ মোট ২৩৭টি স্যাম্পলের (কুষ্টিয়া জেলার ৯৪টি, ঝিনাইদহ জেলার ৩৪টি, ১৪টি মেহেরপুর জেলার, ৩১টি চুয়াডাঙ্গা জেলার ও বিদেশ গমন ইচ্ছুক ব্যক্তিদের ৬৭ টি) মধ্যে কুষ্টিয়া জেলার ১৩টি, মেহেরপুর জেলার ০১টি, ঝিনাইদহ জেলার ০৪টি, চুয়াডাঙ্গা জেলার ০২টি এবং বিদেশ গমন ইচ্ছুক ব্যাক্তিদের ০১টি স্যাম্পলের ফলাফল পজিটিভ এসেছে এবং বাকি সবগুলো স্যাম্পলের ফলাফল নেগেটিভ এসেছে।
 কুষ্টিয়া জেলার ১৩ জন কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। কোভিড আক্রান্ত ব্যাক্তিরদের মধ্যে ১১ জন কুষ্টিয়া সদর উপজেলার, ০১ জন কুমারখালী উপজেলার এবং ০১ জন খোকাসা উপজেলার।
 কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত ১৩ জনের ঠিকানাঃ
১)০২ জন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
২) কমলাপুর, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
৩) মজমপুর, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
৪) ০২ জন আড়ুয়াপাড়া, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
৫) থানাপাড়া, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
৬) ০২ জন বাড়খাদা, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
৭) কমলাপুর, লরেন্স লেন, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
০৮) আরসি রোড, কোর্ট পাড়া, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
০৯) দুর্গাপুর, কুমারখালী, কুষ্টিয়া।
১০) থানাপাড়া, খোকসা, কুষ্টিয়া।
এখন পর্যন্ত কুষ্টিয়ায় করোনা পজিটিভ রোগীর সংখ্যা মোট ৩,৯৬২ জন, এর মধ্যে সুস্থ হয়েছেন মোট ৩,৮০৬ জন এবং মৃত্যুবরণ করেছেন মোট ৯১ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *