সুনামগঞ্জের শাল্লার ঘটনায় হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিবাদ

অনলাইন ডেস্ক :

 

সুনামগঞ্জের শাল্লায় হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ।

 

শনিবার (২০ মার্চ) বেলা ১১টায় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভে এই দাবি জানানো হয়।

 

বক্তারা বলেন, ফেসবুকে ধর্ম অবমাননা ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের মিথ্যা ও বানোয়াট অভিযোগ এনে কক্সবাজারের রামু, পাবনার সাঁথিয়া, রংপুরের গঙ্গাচড়া, কুমিল্লার হোমনা, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর, ভোলার বোরহানউদ্দিন, মুরাদনগরের কোরবানপুর এবং গত ১৭ মার্চ সুনামগঞ্জের শাল্লায় ধর্মীয় সংখ্যালঘুদের ওপর নির্যাতন চালানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *