আধুনিক ও মানবিক পুলিশিং করতে কাজ করছি : আইজিপি

অনলাইন ডেস্ক :

 

আধুনিক ও মানবিক পুলিশিং করতে আমরা কাজ করছি। শুধু পুলিশ পরিবর্তন হলে হবে না, সামাজিক পরিবর্তনের ধারার সঙ্গে পুলিশের পরিবর্তনের সামঞ্জস্য থাকতে হবে। তবে সমাজের পরিবর্তনের সাথে সাথেই পুলিশকে এগিয়ে নিতে হবে বলে জানিয়েছে বাংলাদেশ পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

 

সোমবার (২২ মার্চ) দুপুরে বাংলাদেশ পুলিশ অডিটরিয়াম রাজারবাগে আন্তর্জাতিক নারী দিবস ২০২১ উপলক্ষে বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক (বিপিডব্লিউএন) আয়োজিত ‘জেন্ডার রেসপন্সিভ পুলিশিং : অ্যান অ্যাপ্রোচ অব বাংলাদেশ পুলিশ অ্যান্ড রোল অব বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক (বিপিডব্লিউএন)’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন আইজিপি।

 

আইজিপি বলেন, আমাদের দরকার কোয়ালিটি পুলিশিং। আমরা চেষ্টা করব পুলিশে ৭ শতাংশ নারী থেকে আরো নারীর অংশগ্রহণ বাড়ানোর জন্য। আমরা পুলিশে নিয়োগের পলিসি পরিবর্তনের চেষ্টা করছি। সেটা সম্ভব হলে অনেক পরিবর্তন আসবে।

 

সকলকে মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর শুভেচ্ছা জানিয়ে আইজিপি বলেন, গণতান্ত্রিক সমাজব্যবস্থায় পুলিশের ওপর নির্ভরতা অনেক বেশি। জেন্ডার রেসপনসিভ পুলিশিং- এর ক্ষেত্রে গত ১০/১২ বছরে অনেক পরিবর্তন এসেছে। জীবনের এমন কোনো ক্ষেত্র নেই যেখানে পুলিশের ভূমিকা নেই। আমাদের সেভাবে কাজ করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *