কুষ্টিয়ায় নতুন করে ১০ জন করোনাভাইরাসে আক্রান্ত, মোট সনাক্ত ৩,৯৮৮ জন

কুষ্টিয়া প্রতিনিধি :

 

কুষ্টিয়ায় নতুন করে ১০ করোনায় আক্রান্ত জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৩,৯৮৮ দাঁড়ালো ।

 

কুষ্টিয়ার মেডিকেল কলেজের প্রদত্ত তথ্য মতে, পিসিআর ল্যাবে  ২২ মার্চ ২০২১ খ্রিস্টাব্দ তারিখ মোট ২৮২টি স্যাম্পলের (কুষ্টিয়া জেলার ৯৯টি, চুয়াডাঙ্গা জেলার ২৯টি, মেহেরপুর জেলার ০৯টি, ঝিনাইদহ জেলার ২৯টি ও বিদেশ গমন ইচ্ছুক ব্যক্তিদের ১১৬টি) মধ্যে কুষ্টিয়া জেলার ১০টি, চুয়াডাঙ্গা জেলার ০১টি এবং বিদেশ গমন ইচ্ছুক ব্যক্তিদের ০১টি স্যাম্পলের ফলাফল পজিটিভ এসেছে এবং বাকি সবগুলো স্যাম্পলের ফলাফল নেগেটিভ এসেছে।
 কুষ্টিয়া জেলায় ১০ জন কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। কোভিড আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ০৮ জন কুষ্টিয়া সদর উপজেলার, ০১ জন মিরপুর উপজেলার এবং ০১ জন ভেড়ামারা উপজেলার।
কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত ১০ জনের ঠিকানা:
০১) কোর্টপাড়া, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
০২) চারূগোপালপুর, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
০৩) ঈদগাহপাড়া, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
০৪)থানাপাড়া, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
০৫) ০২ জন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
০৫) মজমপুর, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
০৬)হাউজিং, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
০৭) মিরপুর উপজেলা, কুষ্টিয়া।
০৮) ভেড়ামারা উপজেলা, কুষ্টিয়া।
এখন পর্যন্ত কুষ্টিয়ায় করোনা পজিটিভ রোগীর সংখ্যা মোট ৩,৯৮৮ জন, এর মধ্যে সুস্থ হয়েছেন মোট ৩,৮১১জন এবং মৃত্যুবরণ করেছেন মোট ৯১জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *