কুষ্টিয়ায় নতুন করে ১৪ জন করোনাভাইরাসে আক্রান্ত, মোট সনাক্ত ৪,০০২ জন

কুষ্টিয়া প্রতিনিধি :

 

কুষ্টিয়ায় নতুন করে ১৪ করোনায় আক্রান্ত জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৪,০০২ দাঁড়ালো ।

 

কুষ্টিয়ার মেডিকেল কলেজের প্রদত্ত তথ্য মতে, পিসিআর ল্যাবে  ২৩ মার্চ ২০২১ খ্রিস্টাব্দ তারিখ মোট ২৮২টি স্যাম্পলের (কুষ্টিয়া জেলার ৮৮টি, চুয়াডাঙ্গা জেলার ০৭টি, ঝিনাইদহ জেলার ৪২টি ও বিদেশ গমন ইচ্ছুক ব্যক্তিদের ১৪৫টি) মধ্যে কুষ্টিয়া জেলার ১৪টি স্যাম্পলের ফলাফল পজিটিভ এসেছে এবং বাকি সবগুলো স্যাম্পলের ফলাফল নেগেটিভ এসেছে।
 কুষ্টিয়া জেলায় ১৪ জন কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। কোভিড আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ০৪ জন কুষ্টিয়া সদর উপজেলার, ০১ জন মিরপুর উপজেলার, ০১জন কুমারখালী উপজেলার এবং ০৮ জন ভেড়ামারা উপজেলার।
কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত ১৪ জনের ঠিকানা:
০১) কালিশংকরপুর, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
০২) পূর্ব মজমপুর, কুষ্টিয়া হেড পোস্ট অফিস, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
০৩)পূর্ব মজমপুর, কুষ্টিয়া হেড পোস্ট অফিস, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
০৪)এসসিবি রোড, বড় বাজার, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
০৫) ইউএইচসি, মিরপুর, কুষ্টিয়া।
০৬) পাইকপাড়া চাপড়া, কুমারখালী, কুষ্টিয়া।
০৮) ভেড়ামারা, কুষ্টিয়া।
০৯) ভেড়ামারা, কুষ্টিয়া।
১০) ভেড়ামারা, কুষ্টিয়া।
১১)ভেড়ামারা, কুষ্টিয়া।
১২) সার্কেল অফিস, ভেড়ামারা, কুষ্টিয়া।
১৩)সর্ণপট্টি, ভেড়ামারা, কুষ্টিয়া।
১৪) বাহিরচর, ভেড়ামারা, কুষ্টিয়া।
এখন পর্যন্ত কুষ্টিয়ায় করোনা পজিটিভ রোগীর সংখ্যা মোট ৪,০০২ জন, এর মধ্যে সুস্থ হয়েছেন মোট ৩,৮১১জন এবং মৃত্যুবরণ করেছেন মোট ৯১ জন।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *