করোনা সংক্রমণ ভারতে সুনামিতে রূপ নিয়েছে, একদিনে আক্রান্ত ৩ লাখ ৩২ হাজারের বেশি, মৃত্যু ২,২৬৩

অনলাইন ডেস্ক :

 

ভারতে সুনামিতে রূপ নিয়েছে প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ। একদিন আগেই দৈনিক সংক্রমণে আমেরিকাকে পিছনে ফেলে রেকর্ড করেছে দেশটি। বৃহস্পতিবার ভারতে সংক্রমণের সংখ্যা ৩ লাখ ১৫ হাজারের মতো। শুক্রবার এই সংখ্যা গিয়ে পৌঁছে প্রায় ৩ লাখ ৩৩ হাজারে।

 

শুক্রবার দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৩২ হাজার ৭৩০ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত হলেন ১ কোটি ৬২ লাখ ৬৩ হাজার ৬৯৫ জন।

গত ২৪ ঘণ্টা করোনা প্রাণ কেড়েছে ২ হাজার ২৬৩ জনের। এ নিয়ে মহামারীর শুরু থেকে করোনায় মোট ১ লাখ ৮৬ হাজার ৯২০ জনের মৃত্যু হল দেশটিতে। মোট আক্রান্তের নিরিখে বিশ্বে দ্বিতীয় এবং মোট মৃত্যুর হিসাবে বিশ্বে চতুর্থ অবস্থানে রয়েছে ভারত।

 

প্রতিদিনই এই বিপুল সংখ্যায় আক্রান্ত হওয়ার জেরে দেশটিতে সক্রিয় রোগীর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সক্রিয় রোগী বেড়েছে ১ লাখ ৩৭ হাজার ১৮৮ জন। বর্তমানে দেশটিতে মোট সক্রিয় রোগী রয়েছেন ২৪ লাখ ২৮ হাজার ৬১৬ জন। এই সংখ্যা গত বছরের সর্বোচ্চ সক্রিয় রোগীর সংখ্যার প্রায় দ্বিগুণ।

 

এদিকে, এত সংখ্যক সক্রিয় করোনা রোগীর জেরে স্বাস্থ্য পরিসেবা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। অধিকাংশ হাসপাতালে শয্যা এবং অক্সিজেনের অভাব প্রকট হয়ে দেখা দিয়েছে।

 

জরুরিকালীন ভিত্তিতে অস্থায়ী কোভিড নিরাময় কেন্দ্র বানিয়ে গোটা পরিস্থিতির মোকাবিলার চেষ্টা করছে বিভিন্ন রাজ্যের প্রশাসন। পাশাপাশি দেশটিতে টিকাকরণও চলছে জোরকদমে।

 

গত ২৪ ঘণ্টায় ভারতে টিকা নিয়েছেন ৩১ লাখ ৪৭ হাজার ৭৭৬ জন। এ নিয়ে মোট ১৩ কোটি ৫৪ লাখ ৭৮ হাজার ৪২০ কোভিড টিকার ডোজ দেওয়া হয়েছে দেশটিতে। সূত্র: আনন্দবাজার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *