নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ জেলায় গত ২৪ ঘন্টায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে করোনায়। এ নিয়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৬ জনে। এই সময়ে আক্রান্ত হয়েছে আরও ৬৪ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হলো ১০০১ জন।
নারায়ণগঞ্জ সিভিল সার্জন অফিস শনিবার সকালে তাদের দৈনিক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেন। আজকের দেয়া তথ্যানুসারে, গত ২৪ ঘন্টার (১ মে সকাল সাড়ে ৮টা হতে ২ মে সকাল সাড়ে ৮টা পর্যন্ত) জেলায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৮৮ জনের, মোট নমুনা সংগ্রহ হলো ৩১৬৮ জনের। নতুন ৬৪ জনসহ মোট আক্রান্ত ১০০১ জন। গত ২৪ ঘন্টায় মারা গেছে আরও ৪ জন। মোট মৃত্যু ৪৬ জনের । মোট সুস্থ ৪২ জন। কোয়ারেন্টাইনে ছিল ৬৮৫ জন, সম্পন্ন করেছে ৬৩৯ জন। বর্তমানে মোট কোয়ারেন্টাইনে আছে ৪৬ জন।