

কুমারখালী প্রতিনিধি : কুষ্টিয়ার কুমারখালীতে পূর্ব শত্রুতার জের ধরে জঙ্গলী পল্লীতে ফারুক (২৭) নামে এক যুবককে কুপিয়ে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে। আহত যুবক কুমারখালী স্বাস্থ্য কমপেক্সে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার দুপুরে। চিকিৎসাধীন যুবক ও তার পরিবার সুত্রে জানা যায় আব্দুর রাজ্জাকের ছেলের সাথে প্রতিবেশী দুলালের ছেলে হেলালের সাথে আসল নাম বিকৃতি করে ভেঙচি কাটাকে কেন্দ্র করে প্রথমে হাতাহাতি হয়।
পরে দুলাল সংঘবদ্ধ হয়ে ফারুককে একা পেয়ে তার গলায় চাপাতি দিয়ে কোপ মারে এবং ভুজালী দ্বারা বুকে আঘাত করে রক্তাত্ব জখম করে। আত্বীয় স্বজনরা আহত ফারুককে প্রথমে স্থানীয় ডাক্তারের কাছে নেয় এবং শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কুমারখালী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহত ফারুক চাঁদপুর ইউনিয়নের জঙ্গলী গ্রামের মোঃ আতিয়ার রহমানের ছেলে।