কুষ্টিয়ায় নতুন করে ১২ জন করোনাভাইরাসে আক্রান্ত, মোট সনাক্ত ৪,০৭৯ জন

কুষ্টিয়া প্রতিনিধি :

 

কুষ্টিয়ায় নতুন করে ১২ করোনায় আক্রান্ত জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৪,০৭৯ দাঁড়ালো ।

 

কুষ্টিয়ার মেডিকেল কলেজের প্রদত্ত তথ্য মতে, পিসিআর ল্যাবে আজ ৩০ মার্চ ২০২১ খ্রিস্টাব্দ তারিখ মোট ২৭৭ টি স্যাম্পলের (কুষ্টিয়া জেলার ৯৯ টি, চুয়াডাঙ্গা জেলার ৩৮টি, ঝিনাইদহ জেলার ৬৯টি, মেহেরপুর জেলার ১৫ টি এবং বিদেশ গমন ইচ্ছুক ব্যক্তিদের ৫৬ টি) স্যাম্পলের টেষ্ট করা হয়েছে। এর মধ্যে কুষ্টিয়া জেলার ১২টি, ঝিনাইদহ জেলার ১১টি, চুয়াডাঙ্গা জেলার ০২টি, মেহেরপুর জেলার ০১টি এবং বিদেশ গমন ইচ্ছুক ব্যাক্তদের ০৩ টি স্যাম্পলের ফলাফল পজিটিভ এসেছে এবং বাকি সবগুলো স্যাম্পলের ফলাফল নেগেটিভ এসেছে।
 আজ কুষ্টিয়া জেলায় ১২ জন কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। কোভিড আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ০৮ জন কুষ্টিয়া সদর উপজেলার, ০৩জন মিরপুর উপজেলার এবং ০১ জন খোকসা উপজেলার।
কুষ্টিয়া জেলায় কোভিড-১৯ এ আক্রান্ত ব্যাক্তিদের ঠিকানাঃ সদর উপজেলা (০৮ জন)
১) ০৩ জন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
২) টালিপাড়া, কুষ্টিয়া সদর , কুষ্টিয়া।
৩) হরিশংকরপুর , কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
৪) বল্লভপুর, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
৫) চাড়ুলিয়া, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
৬) কোর্টপাড়া, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
মিরপুর উপজেলা ( ০৩ জন)
১) চৌদুয়ার, মিরপুর, কুষ্টিয়া।
২) মিরপুর, কুষ্টিয়া।
৩) বড় আইলচাড়া, মিরপুর, কুষ্টিয়া।
খোকসা উপজেলা (০১জন)
১) উপজেলা পরিষদ, খোকসা, কুষ্টিয়া।
এখন পর্যন্ত কুষ্টিয়ায় করোনা পজিটিভ রোগীর সংখ্যা মোট ৪,০৭৯ জন, এর মধ্যে সুস্থ হয়েছেন মোট ৩,৮৫৭ জন এবং মৃত্যুবরণ করেছেন মোট ৯১জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *