যশোর প্রতিনিধি : যশোর জেলায় আরও ১০ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারে জেলার ৪৭ জনের নমুনা পরীক্ষার পর এ ১০ জনের ফলাফল পজেটিভ পাওয়া যায়। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪৪।
এদিকে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারে গত ২৪ ঘণ্টায় ঝিনাইদহ ও নড়াইল জেলার ৬৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ঝিনাইদহের ৮টি পজেটিভ ফলাফল এসেছে।