বগুড়ায় ১৪ পুলিশসহ ৫৭ জন করোনাভাইরাসে আক্রান্ত

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় প্রতিদিন বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘন্টায় বগুড়ার ১৪ পুলিশ এক আইনজীবীসহ ৫৭ জন করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। বগুড়ায় এ পর্যন্ত প্রাপ্ত নমুনা পরীক্ষার ফলাফলে সর্বোচ্চ সংখ্যক আক্রান্তের রেকর্ড এটি। মঙ্গলবার রাতে বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ থেকে বগুড়ার ১৭৬টি নমুনা পরীক্ষার ফলাফলে ৪৭ জন পজিটিভ ও টিএমএসএস মেডিকেল কলেজে ১৯টি নমুনা পরীক্ষার ফলাফলে ১০ জন পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে বগুড়া সদর থানা ও ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির ১৪ জন পুলিশ সদস্য ছাড়াও বগুড়া বারের এক আইনজীবী রয়েছেন।
উপজেলা ভিত্তিক আক্রান্তের সংখ্যা বগুড়া সদর উপজেলায় ৪৫ জন, সারিয়াকান্দি উপজেলায় ১জন, শাজাহানপুর উপজেলায় ১ জন, গাবতলী উপজেলায় ৩ জন, শেরপুর উপজেলায় ৫ জন, ধুনট উপজেলায় ১ জন ও আদমদীঘি উপজেলায় ১জন রয়েছেন। এনিয়ে বগুড়া জেলায় সর্বমোট আক্রান্তের সংখ্যা ৪৪৯ জন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ৩৩ জন। অন্যরা চিকিৎসাধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *