টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ

অনলাইন ডেস্ক :

 

করোনার সংক্রমণ বৃদ্ধিতে কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এর ফলে পর্যটকরা প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে ভ্রমণে যেতে পারবেন না। বৃহস্পতিবার (১ এপ্রিল) সকাল থেকে এই নৌরুটে সব পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ থাকবে।

 

কক্সবাজারের জেলা প্রশাসক (ডিসি) মো. মামুনুর রশীদ বিষয় নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘বৃহস্পতিবার থেকে টেকনাফ-সেন্টমার্টিন নৌ-পথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। করোনার প্রভাব এড়াতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাছাড়া এই রুটে জাহাজগুলোর চলাচলের অনুমতি শেষ।’
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ চৌধুরী বলেন, ‌‘বৃহস্পতিবার সকাল থেকে এই নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধের নির্দেশ কেউ অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তাছাড়া দ্বীপে সকাল থেকে পর্যটন স্পটগুলোতে ভ্রমণকারীদের ফিরে যেতে অনুরোধ করা হয়েছে। যদিও দ্বীপে কোনও পর্যটক থেকে যায়, তাদের ফেরত আনতে আমরা সহতায় করব।’

 

তিনি আরও বলেন, ‘করোনার প্রভাব থাকা অবস্থায় এই রুটের পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ থাকবে। পাশপাশি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ১৮ দফা নির্দেশনা বাস্তবায়নে আমরা মাঠে কাজ করে যাচ্ছি।’

 

জাহাজ বন্ধের নির্দেশনা পাওয়ার কথা স্বীকার করে কেয়ারি সিন্দাবাদ জাহাজের টেকনাফের ব্যবস্থাপক মোহাম্মদ শাহ আলম বলেন, ‘বৃহস্পতিবার থেকে আমাদের কোনো জাহাজ চলাচল করবে না। এর আগে যেসব পর্যটক দ্বীপে ভ্রমণে এসেছিলেন, তাদের ফেরত আনা হয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *