ভারতের পশ্চিমবঙ্গে বহু মানুষ নিজেই সংগ্রহ করছেন নিজের করোনার নমুনা

অনলাইন ডেস্ক :

 

করোনার জেরে স্বাস্থ্যকর্মী সংকট ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের সুপার স্পেশালিটি হাসপাতালে। তাই সাধারণ মানুষকে নিজেকেই সংগ্রহ করতে হচ্ছে নিজের লালারসের নমুনা। এমনই ছবি ধরা পড়ল জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। খবর আনন্দবাজারের

 

জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে করোনার কোপ। করোনায় আক্রান্ত সেখানকার মোট ২৯ জন কর্মী। এর মধ্যে রয়েছেন সুপার ও সহকারী সুপারও। এর ধাক্কা লেগেছে দৈনন্দিন কাজকর্মেও।

শনিবার ধরা পড়ল সেই ছবি। করোনা পরীক্ষার জন্য আসা একাধিক রোগীকে দেখা গেল, নিজেই নিজের লালারসের নমুনা সংগ্রহ করতে। এমনকি গোটা প্রক্রিয়া দেখভালের জন্যও হাসপাতালের কোনো কর্মীর দেখা মেলেনি। পরীক্ষা করাতে যারা এসেছিলেন তাদের অনেকেরই অভিযোগ, রাজ্য সরকার কোভিড মোকাবিলার জন্য সব রকম পদক্ষেপ গ্রহণ করার আশ্বাস দিলেও, সুপার স্পেশালিটি হাসপাতালেই এমন ‘ভয়াবহ’ ছবি ধরা পড়েছে।

 

বিষয়টি মেনে নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষও। হাসপাতালের সহকারী সুপার সৌরভ দাস বলেন, ‘আমাদের হাসপাতালের অধিকাংশ কর্মী এবং নার্স কোভিড আক্রান্ত। ফলে চিকিৎসা পরিষেবায় ধাক্কা লেগেছে। আমি নিজেও কোভিড আক্রান্ত। তাই সাধারণ মানুষকে নিজেকেই লালারসের নমুনা সংগ্রহ করতে হচ্ছে। এই সমস্যার খুব তাড়াতাড়ি সমাধান হবে।’

 

করোনার জেরে জঙ্গিপুর এবং সামশেরগঞ্জ কেন্দ্রের দুই প্রার্থীর মৃত্যু হয়েছে। পিছিয়ে গেছে সেখানকার ভোটও। বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যাও। এর ওপর হাসপাতাল কর্মীরাও আক্রান্ত হতে শুরু করায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *