কুষ্টিয়া প্রতিনিধি :
কুষ্টিয়ায় নতুন করে ৭ করোনায় আক্রান্ত জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৪,৬৪৮ দাঁড়ালো ।
কুষ্টিয়ার মেডিকেল কলেজের প্রদত্ত তথ্য মতে, পিসিআর ল্যাবে আজ ০৫ মে ২০২১ খ্রিস্টাব্দ তারিখ মোট ১৭৫ টি (কুষ্টিয়া জেলার ৮৯ টি, ঝিনাইদহ জেলার ২১টি, চুয়াডাঙ্গা জেলার ২৯টি, মেহেরপুর জেলার ১৬টি এবং বিদেশ গমন ইচ্ছুক ব্যক্তিদের ২০ টি) স্যাম্পলের টেষ্ট করা হয়েছে এবং সিভিল সার্জন অফিস, কুষ্টিয়া এর তথ্য মতে কুষ্টিয়া জেলায় ১৯ টি কোভিড-১৯ র্যাপিড এন্টিজেন টেস্ট করা হয়েছে। এর মধ্যে কুষ্টিয়া জেলার মোট ০৭টি, ঝিনাইদহ জেলার ০৫টি, চুয়াডাঙ্গা জেলার ০৩টি এবং মেহেরপুর জেলার ০১ টি স্যাম্পলের ফলাফল পজিটিভ এসেছে এবং বাকি সবগুলো স্যাম্পলের ফলাফল নেগেটিভ এসেছে।
কুষ্টিয়া জেলায় কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত মোট ০৭ জন ব্যক্তির মধ্যে ০৪ জন সদর উপজেলার, ০১ জন মিরপুর উপজেলার এবং ০২ জন ভেড়ামারা উপজেলার।
কুষ্টিয়া সদর উপজেলায় কোভিড-১৯ আক্রান্ত ০৪ জন ব্যাক্তিদের ঠিকানাঃ
১) আমলাপাড়া, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
২) পিয়ারাতলা, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
৩) কুমারগাড়া, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
৪) চৌড়হাস, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
ভেড়ামারা উপজেলায় কোভিড-১৯ আক্রান্ত ০২ জন ব্যাক্তিদের ঠিকানাঃ
১) বামনপাড়া, ভেড়ামারা, কুষ্টিয়া।
২) বাহিরচর, ভেড়ামারা, কুষ্টিয়া।
মিরপুর উপজেলায় কোভিড-১৯ আক্রান্ত ০১ জন ব্যাক্তিদের ঠিকানাঃ
১) সাহেবনগর, মিরপুর, কুষ্টিয়া।
এখন পর্যন্ত কুষ্টিয়ায় করোনা পজিটিভ রোগীর সংখ্যা মোট ৪,৬৪৮ জন, এর মধ্যে সুস্থ হয়েছেন মোট ৪,৩৮০ জন এবং মৃত্যবরণ করেছেন ১০৭ জন।