কুষ্টিয়া প্রতিনিধি :
কুষ্টিয়ায় নতুন করে ১৪ করোনায় আক্রান্ত জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৪,৭৬০ দাঁড়ালো ।
কুষ্টিয়ার মেডিকেল কলেজের প্রদত্ত তথ্য মতে, পিসিআর ল্যাবে ২০ মে ২০২১ খ্রিস্টাব্দ তারিখ মোট ১৭৪টি স্যাম্পলের (কুষ্টিয়া জেলার ১০১টি, মেহেরপুর জেলার ০৯টি, চুয়াডাঙ্গা জেলার ৩৪ টি, ঝিনাইদহ জেলার ১৭টি এবং বিদেশ গমন ইচ্ছুক ব্যক্তিদের ১৩ টি) স্যাম্পলের টেষ্ট করা হয়েছে এবং সিভিল সার্জন অফিস, কুষ্টিয়া এর তথ্য মতে কুষ্টিয়া জেলায় ২৫টি কোভিড-১৯ র্যাপিড এন্টিজেন টেস্ট করা হয়েছে। এর মধ্যে কুষ্টিয়া জেলার মোট ১৪টি, চুয়াডাঙ্গা জেলায় ০৩টি এবং চুয়াডাঙ্গা জেলায় ০৩টি স্যাম্পলের ফলাফল পজিটিভ এসেছে এবং বাকি সবগুলো স্যাম্পলের ফলাফল নেগেটিভ এসেছে।
কুষ্টিয়া জেলায় কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত মোট ১৪ জন ব্যক্তির মধ্যে ০৮ জন সদর উপজেলার, ০৩ জন দৌলতপুর উপজেলার, ০২ জন ভেড়ামারা উপজেলার এবং ০১ জন মিরপুর উপজেলার।
কুষ্টিয়া সদর উপজেলায় কোভিড-১৯ আক্রান্ত ০৮ জন ব্যক্তিদের ঠিকানাঃ
১) ০৪ জন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
২) থানাপাড়া, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
৩) কালিশংকরপুর, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
৪) পেয়ারাতলা, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
৫) উজানগ্রাম, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
দৌলতপুর উপজেলায় কোভিড-১৯ আক্রান্ত ০৩ জন ব্যাক্তিদের ঠিকানাঃ
১) ইসলামনগর, দৌলতপুর, কুষ্টিয়া।
২) রেফায়েতপুর, দৌলতপুর, কুষ্টিয়া।
৩) দৌলতপুর, কুষ্টিয়া।
ভেড়ামারা উপজেলায় কোভিড-১৯ আক্রান্ত ০২ জন ব্যাক্তিদের ঠিকানাঃ
১) ষোলদাগ, ভেড়ামারা, কুষ্টিয়া।
২) ষোলদাগ, ভেড়ামারা, কুষ্টিয়া।
মিরপুর উপজেলায় কোভিড-১৯ আক্রান্ত ০১জন ব্যাক্তিদের ঠিকানাঃ
মিরপুর, কুষ্টিয়া।
এখন পর্যন্ত কুষ্টিয়ায় করোনা পজিটিভ রোগীর সংখ্যা মোট ৪,৭৬০ জন, এর মধ্যে সুস্থ হয়েছেন মোট ৪,৫৪০ জন এবং মৃত্যবরণ করেছেন ১০৯ জন।