করোনাভাইরাসের ভারতীয় দুই ধরনের নাম ডেল্টা ও কাপ্পা রাখল ডব্লিউএইচও

অনলাইন ডেস্ক :

 

 

 

 

 

করোনাভাইরাসের নতুন ভারতীয় প্রজাতির নাম ‘ডেল্টা’ রাখল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। যা গ্রিক বর্ণমালার চতুর্থ বর্ণ। নতুন প্রজাতি আসার ঠিক আগে যে প্রজাতি দেশে সংক্রমণ ছড়িয়েছিল, তার নামও গ্রিক বর্ণমালার দশম বর্ণের নামে রাখা হয়েছে। অর্থাৎ ‘কাপ্পা’।

 

 

 

 

 

গত অক্টোবরে ভারতে করোনা ভাইরাসের দুই নতুন প্রজাতির খোঁজ পাওয়া যায়। যার একটির নাম বি.১.৬১৭.১ এবং বি.১.৬১৭.২। সোমবার ওই দুই প্রজাতির নতুন নামকরণের কথা ঘোষণা করে। জানায়, এ বার থেকে বি.১.৬১৭.১ প্রজাতিকে ‘কাপ্পা’ এবং বি.১.৬১৭.২ প্রজাতিকে ‘ডেল্টা’ নামে ডাকা হবে।

 

 

 

 

 

গত সেপ্টেম্বরে ব্রিটেনে যে প্রজাতির খোঁজ মিলেছিল, তার নাম দেওয়া হয়েছে ‘আলফা’। গত বছর দক্ষিণ আফ্রিকায় যে প্রজাতির অস্তিত্ব পাওয়া গিয়েছিল, তার নাম ‘বিটা’। নভেম্বরে ব্রাজিলে করোনাভাইরাসের যে প্রজাতি সংক্রমণ ছড়িয়েছে তার নাম ‘গামা’রেখেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *