কুষ্টিয়ায় নতুন করে ২৬ জন করোনাভাইরাসে আক্রান্ত, মোট সনাক্ত ৬২৫ জন

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার মেডিকেল কলেজের প্রদত্ত তথ্য মতে পিসিআর ল্যাবে আজ ৩০ জুন ২০২০ মোট ৩৭৪ টি স্যাম্পলের (কুষ্টিয়া ১৭৬, চুয়াডাঙ্গা ৪৬, ঝিনাইদহ ৭৩, মেহেরপুর ৩১, নড়াইল ৪৭, নাটোর ১) মধ্যে কুষ্টিয়া জেলার কুষ্টিয়া সদর উপজেলার ১৭ জন, কুমারখালী উপজেলায় ১ জন, ভেড়ামারা উপজেলার ৭ জন ও মিরপুর উপজেলায় ১ মোট ২৬ জন নতুন করোনা রোগী সনাক্ত হয়েছে।

নড়াইল জেলায় ১৯ জন, চুয়াডাঙ্গা জেলায় ৭ জন, মেহেরপুর জেলায় ২ জন, ঝিনাইদহ জেলায় ১৪ জন নতুন করোনা রোগী সনাক্ত হয়েছে। এছাড়া চুয়াডাঙ্গা জেলায় ৩ জন, মেহেরপুর জেলার ১ জন ও ভেড়ামারা উপজেলার ১ জনের মোট ৫ টি ফলোআপ রিপোর্ট পজিটিভ এসেছে। বাকিগুলোর ফলাফল নেগেটিভ৷
কুষ্টিয়া সদর উপজেলায় আক্রান্ত ১৭ জনের ঠিকানা জিয়ারকি ১ জন, চৌড়হাস ৬ জন, সি ব্লক হাউজিং ১ জন, কুমারগাড়া ১ জন, মিনাপাড়া ১ জন, হরিপুর ২ জন, ডি ব্লক হাউজিং ১ জন, থানাপাড়া ১ জন, গোসালা রোড ১ জন, হসপিটাল কোয়ার্টার ১ জন, কোর্টপাড়া ১ জন।
মিরপুর উপজেলায় আক্রান্ত জনের ঠিকানা মিরপুর ১ জন,
ভেড়ামারা উপজেলায় আক্রান্ত ৭ জনের ঠিকানা ভেড়ামারা ১ জন, নওদাপাড়া ২ জন, কলাজপাড়া ১ জন, গোলাপনগর ২ জন, চর দামুড়দিয়া ১ জন।
কুমারখালী উপজেলায় আক্রান্ত ১ জনের ঠিকানা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *