সাতক্ষীরায় এক সপ্তাহের লকডাউন ঘোষণা

অনলাইন ডেস্ক :

 

 

 

 

 

চাঁপাইনবাবগঞ্জের পর এবার সাতক্ষীরায় সাত দিনের ‘লকডাউন’ ঘোষণা করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার সাতক্ষীরার জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গত এক সপ্তাহ ধরে জেলায় করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের হার গড়ে ৩৫% -এ ওঠানামা করছে। সবশেষ বুধবার জেলায় সংক্রমণের হার বেড়ে ৫৫%- এ দাঁড়ায়। সে কারণে সংক্রমণ নিয়ন্ত্রণে লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

 

 

 

 

 

শনিবার ভোর থেকে শুক্রবার মধ্যরাত পর্যন্ত চলবে এই লকডাউন। লকডাউন চলাকালীন সময়ে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দোকানপাট সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত খোলা থাকবে বলে জানানো হয়েছে। এই সময়ের পর জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়া যাবে না। তবে ওষুধের দোকান ২৪ ঘণ্টা খোলা রাখা যাবে।

 

 

 

 

 

এ ছাড়া জরুরি ওষুধ কেনার ক্ষেত্রে কিংবা চিকিৎসা নিতে বের হওয়া যাবে। সেক্ষেত্রে চিকিৎসকের ব্যবস্থাপত্র দেখাতে হবে। মূলত অ্যাম্বুলেন্স, নিত্যপ্রয়োজনীয় পণ্য, এবং আমসহ খাদ্যপণ্যের পরিবহন লকডাউনের আওতার বাইরে থাকবে।

 

 

 

 

 

 

শুক্রবার লকডাউনের বিধিনিষেধ কার্যকর করতে যাবতীয় প্রস্তুতি নেওয়া হবে বলে জানান জেলা প্রশাসক।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *