চুয়াডাঙ্গা প্রতিনিধি : হাজার ছাড়ালো চুয়াডাঙ্গা জেলায় করোনাভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ১৩ জনে। সোমবার সকালে জেলার স্বাস্থ্য বিভাগ এসব তথ্য নিশ্চিত করেছে।
চুয়াডাঙ্গার সিভিল ডা. এএসএম মারুফ হাসান জানান, সর্বশেষ রবিবার রাতে কুষ্টিয়া পিসিআর ল্যাব থেকে আসা করোনা প্রতিবেদনে ১৬ জনকে করোনা রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে। ফলে জেলার করোনা রোগীর সংখ্যা হাজার ছাড়িয়ে যায়।
সিভিল সার্জন আরও জানান, গত ১৯ মার্চ জেলায় ইতালি ফেরত এক যুবকের শরীরের প্রথম করোনা শনাক্ত হয়। এরপর প্রায় পাঁচ মাসের ব্যবধানে জেলায় এক হাজার ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, জেলায় এ পর্যন্ত চার হাজার ৩১৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে চার হাজার ৪১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। আক্রান্তদের মধ্যে বর্তমানে প্রাতিষ্ঠানিক আইসোলেশনের আছেন ৫৫ জন। হোম আইসোলেশনে আছেন ৪১০ জন। ইতিমধ্যে সুস্থ হয়েছেন ৫২৬ জন এবং মারা গেছেন ২১ জন।