কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি :
কুষ্টিয়ার কুমারখালীতে সরকারি নির্দেশ অমান্য করে দোকান খোলা রাখার অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় ১৪ টি দোকানে জরিমানা করা হয়েছে। বুধবার রাতে এই অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৪ জনকে ১৫ হাজার ৫ শত টাকা জরিমানা আদায় করা হয়েছে।
কুষ্টিয়া জেলায় করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী রাত ৮ টার মধ্যে সকল দোকানপাট বন্ধের (ঔষধ ব্যতীত) জন্য মাইকিং করা হয়। সরকারি নির্দেশ অমান্য করে রাত ৮টার পর দোকান খোলা রাখায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার রাজিবুল ইসলাম খান।
এসময় কুমারখালী থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদার, পৌর কাউন্সিলর ও বাজার সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।