চুয়াডাঙ্গা প্রতিনিধি :
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মঙ্গলবার সকাল ছয়টা থেকে টানা ১৪ দিনের লকডাউন শুরু হয়েছে। ভারত সীমান্তবর্তী এই উপজেলায় করোনা শনাক্ত ও মৃত্যুর হার দিনে দিনে বেড়ে যাওয়ায় করোনাভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটি গতকাল সোমবার দুপুরে বিশেষ সভা থেকে লকডাউনের ঘোষণা দেয়।
লকডাউন চলাকালে সকল প্রকার দোকানপাট বন্ধ থাকতে দেখা গেছে। তবে, বিচ্ছিন্নভাবে কিছু যানবাহন চলাচল করতে দেখা গেলেও সেভাবে যাত্রী দেখা যায়নি। সাধারণ মানুষের মধ্যে মাস্ক পরার প্রবণতাও ছিল কম।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১০৬ জনের নমুনা পরীক্ষায় ৫০ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪৭ দশমিক ১৬ শতাংশ। সোমবার শনাক্তের এ হার ছিল ৪৩ দশমিক ১৮ শতাংশ। শুরু থেকে জেলায় এ পর্যন্ত শনাক্তের সংখ্যা ২ হাজার ৩২৯ এবং মারা গেছেন ৭১ জন।
এর আগে গত ২ জুন এই উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের সাতটি এবং ৫ জুন কুড়ুলগাছি ও পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের আরও নয়টি গ্রামকে লকডাউনের আওতায় আনা হয়।