অনলাইন ডেস্ক : বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেছেন, কোভিড-১৯ রোগের টিকা পাওয়া নিশ্চিত করার চেষ্টা করতে গিয়ে দেশগুলো অন্যদের চেয়ে নিজেদের স্বার্থকে অগ্রাধিকার দেওয়ায় করোনাভাইরাস মহামারি পরিস্থিতি আরো খারাপ হচ্ছে।
টেড্রোস আধানম গেব্রেয়াসাস বলেন, “প্রত্যেকে নিরাপদ না হলে কেউ নিরাপদা হবে না।” অনলাইনে অনুষ্ঠিত এক ব্রিফিং-এ তিনি বলেন,“ এজন্যে টিকার জাতীয়তাবাদ থামাতে হবে।”
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান আরো বলেন যে সংস্থার প্রত্যেক সদস্যের কাছে চিঠি পাঠিয়ে তিনি বলেছেন তারা যেন টিকা তৈরির বহুপাক্ষিক চেষ্টায় যোগ দেয়। সূত্র : বিবিসি বাংলা।