
মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:
কুষ্টিয়ার মিরপুর উপজেলার কুর্শা ইউনিয়নের অন্তর্গত পুটিমারি গ্রামের পুলপাড়া নামক স্থানে পিকাপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মেঘনা খাতুন (২২)নামের এক সদ্য বিবাহিত নববধূ’র মৃত্যু হয়েছে।
মায়ের বাড়ি থেকে স্বামীর সঙ্গে মোটরসাইকেলে শ্বশুর বাড়িতে যাচ্ছিলেন নববধূ মেঘলা খাতুন (১৯)। পিকাপের ধাক্কায় পথেই প্রাণ হারাতে হয়েছেন তাকে। স্বামী মুহিদুলও গুরুতর আহত হয়ে এখন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
সোমবার (১৬ মে) রাত ১০টার দিকে কুষ্টিয়ার মিরপুর উপজেলার কুর্শা ইউনিয়নের পুঠিমারি গ্রামের ছোট ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মেঘলার স্বামী মুহিদুল ইসলাম ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ফকিরাবাদ এলাকার লিটন বিশ্বাসের ছেলে। দুর্ঘটনায় আসাদুল ইসলাম নামে মুহিদুলের বন্ধুও আহত হয়েছেন।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, মেঘলা খাতুনের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। গুরুতর আহত মুহিদুল ও তার বন্ধু আসাদুল ইসলামকে আশঙ্কাজনক আবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।