কুষ্টিয়া দৌলতপুর উপজেলায় লড়বে নৌকা-আনারস প্রতীক

কামরান আহমেদ রাজীব : আসন্ন ৫ম উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচনের ভোট প্রদানের দিন ঘনিয়ে আসার সাথে সাথে দৌলতপুর উপজেলা  চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান প্রার্থী ও তাদের কর্মী সমর্থকরা ভোটারদের মন জয় করার চেষ্টায় সকাল থেকে গভীর রাত পর্যন্ত দ্বারে দ্বারে ছুটে চলছেন। প্রতীক বরাদ্ধের পর থেকে প্রার্থীরা নিজেদের পক্ষে প্রচরনা বাড়িয়ে দিয়েছেন। এছাড়াও নানা ধরনের উন্নয়নের জন্য ওয়াদা ও প্রতিশ্রুতি দিচ্ছেন। এই নির্বাচনে বিএনপি অংশ গ্রহণ না করার কারনে আওয়ামীলীগের দুই হেবিওয়েট প্রার্থী হওয়ায় জমে উঠেছে প্রচারনা।


নির্বাচন নিয়ে উপজেলার হাটবাজার, মোড় বিভিন্ন স্থানে চায়ের দাকানে চলছে ভোটের হিসাব-নিকাশ। আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী এ্যাডঃ এজাজ আহমেদ মামুন ও বিদ্রোহী প্রার্থী বুলবুল আহমেদ টোকেন চৌধুরীর মধ্যে দ্বি-মুখী লড়াই হতে পারে বলে মনে করছেন অনেকে।


তৃতীয় দফা ঘোষিত তফশিল মোতাবেক আগামী ২৪মার্চ দৌলতপুর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। চেয়ারম্যান পদে ৪জন, ভাইস চেয়ারম্যান পদে ৮জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবারে উপজেলার ১৪ ইউনিয়নের ১৪০টি কেন্দ্রের ভোটার সংখ্যা ৩৩৫০০০।


এই ভোটারদের সমর্থন পেতে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে যারা মাঠে ভোট যুদ্ধে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন তারা হলেন, আওয়ামী লীগ সমর্থিত এ্যাডঃ এজাজ আহমেদ মামুন (নৌকা), বিদ্রোহী প্রার্থী হিসাবে দৌলতপুর উপজেলা যুবলীগের সভাপতি বুলবুল আহমেদ টোকেন  চৌধুরী(আনারস)। অপরদিকে প্রচার প্রচারনায় এবং ভোটারদের দ্বরে দ্বারে ভোট কামনা করে ঘুরছেন ভাইস চেয়ারম্যান প্রার্থীরা। তারাও ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *