কুমারখালী প্রতিনিধি :
কুষ্টিয়ার কুমারখালী উত্তর মিরপুরে পুকুরে ডুবে সাকিব (৩) নামে এক শিশুর মৃত্যু। আজ সকালে এ ঘটনা ঘটে। সে কুমারখালী উপজেলার উত্তর মিরপুর এলাকার খাইরুল ইসলামের ছেলে সাকিব।
পরিবার সূত্রে জানা যায় সকালের দিকে শিশুটির মা পুকুরে কাপড় ধুতে যায় সঙ্গে তার ছেলে সাকিবকে নিয়ে যায়। কাপড় পরিস্কার করার সময় তার ছেলে সাকিব খেলতে খেলতে পানিতে পড়ে যায় এবং ঘটনাস্থলে মারা যায়। তার মা কাপড় পরিস্কার করার পর তার ছেলেকে দেখতে না পেয়ে অনেক খোজা খুজি করার পর স্থানীয়দের সহযোগিতায় সাকিবকে পুকুরের ধারে পানিতে পড়ে থাকতে দেখে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার কুষ্টিয়া জেনারেল হাাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মর্গে প্রেরন করে।
এ বিষয়ে কুমারখালী ওসি আখতারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।