বিশ্বকাপ ট্রফির সঙ্গে ছবি তোলার সুযোগ

অনলাইন ডেস্ক :

 

জুনের ৮ তারিখে মাত্র ৩৬ ঘণ্টার জন্য বাংলাদেশ সফরে আসছে বিশ্বকাপের ট্রফি। ট্রফির সঙ্গে আসছেন ফিফার সাত সদস্যের একটি দল। সেই দলে থাকছেন ক্রিশ্চিয়ান কারেম্বেউ। জিনেদিন জিদানের সাবেক সতীর্থের অধীনেই ফিফার দলটি আসছে। বিশ্বকাপ ট্রফির সঙ্গে ছবি তুলতে পারবেন দর্শনার্থীরা।

 

বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেন, ‘ট্রফিটি ৮ জুন ঢাকায় আসবে এবং ৩৬ ঘণ্টার সফর শেষে পরদিন চলে যাবে। সেদিনই রাষ্ট্রপতির বাসভবন, বঙ্গভবনে এবং প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে নিয়ে যাওয়া হবে এ ট্রফি।’

 

আর্মি স্টেডিয়ামে সাধারণ জনগণের জন্য ট্রফিটি প্রদর্শিত হবে বলে জানান সোহাগ, ‘আর্মি স্টেডিয়ামে একটি ইভেন্টও হবে, যেখানে ট্রফিটি সীমিত জনসাধারণের কাছে প্রদর্শিত হবে। সেখানে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হবে এবং ট্রফির সঙ্গে ছবি তোলার সুযোগ থাকবে। একজন ফিফা কিংবদন্তি, প্রাক্তন ফরাসি আন্তর্জাতিক ক্রিস্তিয়ান কারেম্বেউ ফিফার সদস্যদের সঙ্গে ট্রফি নিয়ে আসবেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *