
খেলার খবর : ক্রিকেটের সবচেয়ে কষ্টের দিন পেল বাংলাদেশ। এত বড় দুঃসংবাদ ভাবেনি কেউই। নিষিদ্ধ হলেন দেশের সেরা তারকা ক্রিকেটার সাকিব আল হাসান। এটা যেমন অপ্রত্যাশিত সত্য তেমনি দুঃখজনক। আন্তর্জাতিক অঙ্গনে টাইগারদের সবচেয়ে বড় মুখ মাগুড়ার এই বাঁহাতি অলরাউন্ডারকে পুরো এক বছরের জন্য মিস করবে বাংলাদেশ জাতীয় দল। নিতান্তই শিশুসুলভ ভুলের কারণে শাস্তি পেলেন বাংলাদেশ দলের এই মহাতারকা।
ম্যাচ পাতানোর প্রস্তাবে রাজি হননি সাকিব। তবে সাকিবের ভুল তিনি এই বিষয়টি গোপন রেখেছিলেন আকসুর কাছে। তিনটি অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় আইসিসি তাকে দুই বছরের জন্য নিষিদ্ধ করে। দোষ স্বীকার করায় সাজা এক বছরের জন্য মওকুফ করেছে আইসিসি।
তবে নিষেধাজ্ঞা কমানোর জন্য কোনো প্রকার আপিলের সুযোগ পাচ্ছেন না সাকিব। মঙ্গলবার (২৯ অক্টোবর) প্রকাশিত রায়ের কপিতে বলা হয়েছে এই শাস্তির বিরুদ্ধে আপিল করতে পারবেন না সাকিব। এর আগে বিভিন্ন সংবাদমাধ্যমগুলো জানাচ্ছিল সাকিব আল হাসান এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন। সে ক্ষেত্রে তিনি হয়তো ছয় মাসের জন্য শাস্তি ভোগ করবেন।
তবে মঙ্গলবার বাংলাদেশের স্থানীয় সময় বিকালে আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মানু সাহনি স্বাক্ষরিত পূর্ণাঙ্গ রায়ের আদেশের ৩২ নম্বর নির্দেশনায় বলা হয় ৭ দশমিক ২ ধারা অনুযায়ী সাকিব আল হাসান কিংবা আইসিসি কেউই এই রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন না। এতে হতাশ সাকিব হতাশ গোটা দেশের ক্রিকেট প্রেমী ও ক্রিকেট সংশ্লিষ্টরা।