অনলাইন ডেস্ক :
টি-টোয়েন্টিতে বোলারদের র্যাংকিংয়ে আট ধাপ এগিয়েছেন সাকিব আল হাসান। বুধবার টি-টোয়েন্টি র্যাংকিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে আইসিসি। সেখানেই বোলারদের তালিকায় সাকিবের বর্তমান অবস্থান ১৯তম।
সংক্ষিপ্ত সংস্করণের র্যাংকিংয়ে সাকিবের চেয়ে এগিয়ে আছেন বাংলাদেশের আরেক স্পিনার শেখ মেহেদি হাসান। তবে এক ধাপ নিচে নেমে ১৬তম স্থানে আছেন তিনি। নাসুম আহমেদ পিছিয়েছেন দুই ধাপ। বাঁহাতি এই স্পিনার আছেন ২২তম স্থানে। তবে আগের মতোই ৩১তম স্থানে আছেন মুস্তাফিজুর রহমান।
টি-টোয়েন্টিতে বোলারদের র্যাংকিংয়ে আগের মতোই শীর্ষে অস্ট্রেলিয়ার জশ হেইজেলউড। দুই নম্বরে দক্ষিণ আফ্রিকার তাবরাইজ শামসি। রশিদ খান দুই ধাপ এগিয়ে এখন তিন নম্বরে। অজি লেগ স্পিনার অ্যাডাম জাম্পাকে হটিয়ে তৃতীয় স্থানটি দখলে নিয়েছেন রশিদ খান।
টি-টোয়েন্টিতে বোলারদের র্যাংকিংয়ে কার অবস্থান কত, জানতে এখানে ক্লিক করুন।