রোনালদো মেসির প্রশংসায়

অনলাইন ডেস্ক : খেলার মাঠে তারা একে অপরের প্রতিদ্বন্দ্বী হলেও পেশাদারিত্বের ক্ষেত্রে রোনালদো আর মেসি একে অপরের পরিপূরক। মেসি ভালো করলে রোনালদোও ভালো করতে চান। মেসি ট্রফি জিতলে তার নিজেরও ক্ষুধাটাও বেড়ে যায়।

সম্প্রতি এমনটাই বলেছেন সিআর সেভেন। তিনি বলেন, ‘মেসি আর আমার মধ্যের প্রতিদ্বন্দ্বিতা আমার খেলার মানকে বাড়াতে সাহায্য করেছে। নিজেদের দলের হয়ে আমরা সবসময় সেরাটা দেওয়ার চেষ্টা করি। সে কোনো ট্রফি জিতলে আমার ট্রাফি জেতার খিদেটাও বেড়ে যায়। ওর ভালো খেলা আমায় ভালো খেলতে অনুপ্রেরণা জোগায়।’

রাশিয়া বিশ্বকাপের পর রিয়াল ছেড়ে যোগ দেন জুভেন্তাসে। এরপর কিছুটা দূরত্ব তৈরি হয় মেসির সঙ্গে। লা লিগায় যেমন একই গন্তব্যের জন্য লড়তেন দু’জন। এবার সেই প্রেক্ষাপট বদলেছে। তবে লীগ শিরোপা না হলেও চ্যাম্পিয়ন্স লীগে হয়তো কোনো না কোনো আসরে দেখা হতেই পারে তাদের।

ক্যারিয়ারের লম্বা সময় ধরে একসঙ্গে ফুটবল মাতানো ক্রিশ্চিয়ানো মেসির সঙ্গে ডিনারেও আগ্রহী রোনালদো। তার ভাষ্য , ‘দীর্ঘ ১৫ বছর ধরে আমরা একে অপরের বিপক্ষে খেলছি। দুজন পেশাদার খেলোয়াড়ের মধ্যে সম্পর্ক যেমন হওয়া উচিত, আমাদেরও তেমন। তবে ভবিষ্যতে আমাদের কোনো রেস্তোরাঁয় সময় কাটাতে দেখা যেতেই পারে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *