অনলাইন ডেস্ক : অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ইতিহাস গড়ে বিশ্বকাপ জিতেছে বাংলাদেশ। শিরোপার লড়াইয়ে ভারতের দেয়া ১৭৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দুর্দান্ত জয় তুলে নেয় টাইগার যুবারা।
এর আগে, ২০১৬ সালে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশ তৃতীয় স্থান অর্জন করেছিল। এবারের বিশ্বকাপে কোনো ম্যাচ না হেরেই চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন বাংলাদেশ।
বিশ্বকাপ জিততে ভাগ্যও লাগে। অনেক সময় এমনও দেখা যায়, গ্রুপপর্বে ধুঁকতে ধুঁকতে নকআউটে ওঠা দল শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হয়ে সবাইকে তাক লাগিয়ে দেয়। বাংলাদেশেরও কি তেমন ভাগ্যের সাহায্য লেগেছে?
বাংলাদেশ এক ফাইনাল ছাড়া কোনো ম্যাচেই প্রতিপক্ষকে সুযোগও দেয়নি। হয়েছে অপরাজিত চ্যাম্পিয়ন।
কেননা গ্রুপপর্বে একটি ম্যাচে জয় পায়নি বাংলাদেশ, আবার হারেওনি। পাকিস্তানের বিপক্ষে একটি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়।
তবে ওই ম্যাচটি হারলেও বাদ পড়ার সম্ভাবনা ছিল না বাংলাদেশের। কেননা গ্রুপপর্বে আগের দুই ম্যাচে জিম্বাবুয়ে আর স্কটল্যান্ডকে উড়িয়ে কোয়ার্টার ফাইনাল আগেই নিশ্চিত করে ফেলেছিল তারা। ফলে প্রথমবারের মতো এ ফরম্যাটে অপরাজিত থেকেই ফাইনালে ওঠেছে বাংলাদেশ। আর অপরাজিত থেকেই জিতেছে শিরোপা।