অনলাইন ডেস্ক :
যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী মেয়াদ বৃদ্ধির ফলে আরো জিম্মি বিনিময় করবে হামাস ও ইসরায়েল।
ইসরায়েল-হামাস চুক্তির অংশ হিসেবে, গাজায় এখন পর্যন্ত ৩৯ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়া হয়েছে। বিপরীতে ১১৭ ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে ইসরায়েল।
গত শুক্রবার থেকে গাজায় চারদিনের যুদ্ধবিরতি শুরু হয়। নির্ধারিত সময় শেষ হওয়ার আগে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হবে কিনা, সেদিকে সবার মনোযোগ ছিল। গত রবিবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিলেন, এই বিরতি আরো এগিয়ে নেওয়াই এখন আসল লক্ষ্য।
বাইডেন আরো বলেছিলেন, ‘যতক্ষণ ধরে বন্দিরা বেরিয়ে আসছে ততক্ষণ ধরে যুদ্ধ থামাতে চাই।