গাজায় ২৪ ঘণ্টায় নিহত ১১৩, মৃতের সংখ্যা বেড়ে ২২৮৩৫

অনলাইন ডেস্ক :

 

৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে কমপক্ষে ২২ হাজার ৮৩৫ জনে। এ ছাড়া আহত হয়েছে ৫৮ হাজার ৪১৬ জন। রবিবার অবরুদ্ধ ছিটমহলে স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

 

এ ছাড়া মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় ১১৩ জন নিহত ও ২৫০ জন আহত হয়েছে।

৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল যুদ্ধ ঘোষণা করে। তখন থেকে গাজা উপত্যকায় নিরলস বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ইসরায়েলি কর্তৃপক্ষ দাবি করেছে, হামাসের হামলায় প্রায় এক হাজার ২০০ ইসরায়েলি নিহত হয়েছে।এদিকে ইসরায়েলি আক্রমণ গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে।

ছিটমহলের ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। ক্রমাগত অবরোধের কারণে খাদ্য, বিশুদ্ধ পানি ও ওষুধের তীব্র সংকটের মধ্যে প্রায় ২০ লাখ বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছে। 

অসংখ্য আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ বলছেন, ইসরায়েল গাজায় যুদ্ধাপরাধ ও গণহত্যা করছে। তুরস্ক ও দক্ষিণ আফ্রিকার মতো দেশগুলো আন্তর্জাতিক আদালতে আইনি মামলা আনতে কাজ করছে।সূত্র : আনাদোলু এজেন্সি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *