ডামি নির্বাচন প্রত্যাখান করেছে জনগণ : বিএনপি

অনলাইন ডেস্ক :

 

বাংলাদেশের গণতন্ত্রকামী জনগণ ঐক্যবদ্ধভাবে ও সাহসিকতার সাথে ডামি নির্বাচনকে প্রত্যাখান করেছে বলে মনে করে বিএনপি।

 

৭ জানুয়ারি, রবিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা বলেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবিকর রিজভী।

 

বিবৃতিতে বলা হয়, গণবিরোধী সরকারের পারিষদবর্গ ও আজ্ঞাবাহী রাষ্ট্রযন্ত্রের চোখ রাঙানীকে উপেক্ষা করে দেশের জনগণ নির্বাচনকে বর্জন করেছেন। বাংলাদেশের জনগণের এই বীরোচিত অবস্থান মূলত গণতন্ত্র পুন:প্রতিষ্ঠার জন্য।

 

বিবৃতিতে আরো বলা হয়, নির্বাচন নিয়ে সরকারের তোড়জোড়ে বিএনপিসহ সমমনা দলগুলো শুরু থেকেই অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ওপর গুরুত্বারোপ করে। সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার পুন:প্রতিষ্ঠার দাবিতে কার্যকর আন্দোলন চালিয়ে আসছে ।

 

বিএনপি ও সমমনা রাজনৈতিক দল নির্বাচন বর্জন করা সত্ত্বেও দেশের প্রতিটি আসন ও কেন্দ্রে আওয়ামী লীগ যেভাবে সংঘাত করেছে, একের পর এক যেসব ছবি, ভিডিও ও তথ্য আমরা গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পেয়েছি তাতে এটিই পুন:প্রমাণিত, শেখ হাসিনার অধীনে কোন অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক, প্রতিযোগিতামূলক ও শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *