ঈদে রাজধানী ও আশেপাশে দুই দিনে ১৭২ মোটরসাইকেল দুর্ঘটনা

অনলাইন ডেস্ক :

 

ঈদুল ফিতর ঘিরে দুই দিনে রাজধানী ও এর আশেপাশের এলাকায় প্রায় ১৭২টি মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাত ১২টা থেকে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৯টা পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। এতে রিপোর্ট লেখা পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ৮২ জনকে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে রিপোর্ট লেখা পর্যন্ত তিনজন নিহত হয়েছে।

 

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া।

 

তিনি জানান, বুধবার দিবাগত রাত ১২টা থেকে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টা পর্যন্ত ঢাকা মেডিকেলেই ১৭২টি মোটরসাইকেল দুর্ঘটনায় আহতদের জরুরি বিভাগে নিয়ে আসা হলে তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়। এরমধ্যে ৮২ জনকে ভর্তি করা হয়েছে। ইতোমধ্যে তিনজনের মৃত্যু হয়েছে। আরও অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে দায়িত্বরত চিকিৎসকরা আমাদের জানিয়েছেন।

 

আমরা ঢাকা মেডিকেলের পক্ষ থেকে প্রতিটি দুর্ঘটনার খবর সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি। তারাই এ বিষয়ে ব্যবস্থা নেবেন।

 

তিনি আরও বলেন, গুলশান, ডেমরা ও নরসিংদীতে নারীসহ রিপোর্ট লেখা পর্যন্ত তিনজন নিহত হয়েছে। তাদের মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *