

কুষ্টিয়া প্রতিনিধি :
ষষ্ঠ ইউনিয়ন পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে সকাল থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে কুষ্টিয়ায় চার উপজেলা পরিষদের ভোটগ্রহণ চলছে।
মঙ্গলবার (২১ মে) কুষ্টিয়ার কুমারখালী, মিরপুর, ভেড়ামারা ও দৌলতপুর উপজেলায় সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেলে ৪টা পর্যন্ত।
ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি কম লক্ষ্য করা গেছে। নির্বাচন সুষ্ঠভাবে সম্পন্ন করতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিরাপত্তা জোরদার করেছে প্রশাসন।
কুষ্টিয়ার ৪ উপজেলায় ৪৪ ইউনিয়নের ৪১৯টি কেন্দ্রে মোট ভোটকক্ষের সংখ্যা ৩০৬০। মোট ভোটার ১১ লক্ষ ৩২ হাজার ১৩৬ জন। এরমধ্যে পুরুষ ৫ লক্ষ ৭০ হাজার ৬৬৪ জন এবং মহিলা ভোটার ৫ লক্ষ ৬১ হাজার ৪৬৬জন।
নির্বাচনে জেলার ৪ উপজেলায় চেয়ারম্যান পদে ৭জন, ভাইস চেয়ারম্যান পদে ১৯জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১১জনপ্রতিদ্বন্দ্বীতা করছেন।












