

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি :
কুষ্টিয়ার ভেড়ামারায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকাল ৪টার দিকে শহীদ জিয়া স্মৃতি সংসদ আয়োজিত উপজেলা মোকারিমপুর ইউনিয়নের দামুকদিয়া মাধ্যমিক বিদ্যালয় জিয়া মাঠে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কুতুব উদ্দিন আহমেদ আহ্বায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কুষ্টিয়া জেলা।
তিনি বলেন, মাদককে দূরে রাখতে হলে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা করলে শরীর মন দুটোই ভালো থাকে। আমাদের নেতা আরাফাত রহমান কোকো একজন ভালো খেলোয়াড় ছিলেন তার নামে যে খেলার আয়োজন করেছে তাদেরকে ধন্যবাদ জানাই।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার সদস্য সচিব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএমপি কুষ্টিয়া জেলা শাখা, শিহাবুল ইসলাম সভাপতি বিএনপি ভেড়ামারা উপজেলা, অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম আলম সাধারণ সম্পাদক ভেড়ামারা উপজেলা, শাজাহান আলী সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভেড়ামারা উপজেলা ও সাবেক উপজেলা পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান, শফিকুল ইসলাম ডাবলু সাংগঠনিক সম্পাদক ভেডামারা, মনিরুল ইসলাম খান যুগ্ম সাধারণ সম্পাদক বিএনপি ভেড়ামারা, বুলবুল আবু সাইদ শামীম অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট ঢাকা।












