

অনলাইন ডেস্ক :
বার্তা সংস্থাটি জানায়, শত্রু বাহিনীর বিমান কেফার তিবনিত গ্রামের পুরনো মসজিদ লক্ষ্য করে হামলা চালায়।এতে মসজিদটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।
গ্রামের মেয়র ফুয়াদ ইয়াসিন বলেন, সীমান্ত থেকে আট কিলোমিটার দূরে অবস্থিত গ্রামটির বাসিন্দাদের কাছে মসজিদটি অত্যন্ত প্রিয় ছিল। বিভিন্ন উত্সবে মসজিদের সামনের চত্বরে সবাই জড়ো হতো। মসজিদটি কমপক্ষে ১০০ বছরের পুরনো।
মসজিদে হামলায় তাত্ক্ষণিকভাবে কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি। গ্রামটির একটি বাজারেও হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। দক্ষিণাঞ্চলীয় আরেকটি শহরে একটি বাজারে হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছে। হামলায় বাজারটিতে আগুন ধরে যায় বলে লেবাননের রেড ক্রস জানিয়েছে।
লেবাননে হিজবুল্লাহ বাহিনীকে ধ্বংস করার নামে দক্ষিণ লেবাননসহ দেশটির বিভিন্ন স্থানে রক্তক্ষয়ী হামলা চালাচ্ছে ইসরায়েল। ইসরায়েলের অভিযানে লেবাননে এখন পর্যন্ত এক হাজার ২৬০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। এ ছাড়া বাস্তুচ্যুত হয়েছে ১০ লাখেরও বেশি মানুষ।সূত্র : বিবিসি, এএফপি











