ইন্টারন্যাশনাল ডেস্ক : কাশ্মির ইস্যুতে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে আছে ভারত ও পাকিস্তান। তারই জের ধরে এবার সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সাথে বৈঠক করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।
পাকিস্তানের গণমাধ্যম জানিয়েছে, বৃহস্পতিবার সৌদি আরব পৌঁছানোর পর মোহাম্মদ বিন সালমানের সাথে এক বৈঠকে এ ইস্যু তোলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। এ সময় তারা ভারত অধিকৃত কাশ্মিরে চলমান মানবিক সংকট নিয়ে আলোচনা করেন।
একইসাথে কাশ্মির উপত্যকা নিয়ে আন্তর্জাতিক ফোরামের মনযোগ আকর্ষণেরও কথা তোলেন।