

সজীব কুমার নন্দী : লিগ ওয়ানে প্রত্যাশিত জয় পেয়েছে পিএসজি। লিও’কে ১-০ গোলে হারিয়েছে তারা। আরো একবার নেইমারের গোলে জীবন পেল প্যারিস সেইন্ট জার্মেই। ম্যাচের শেষ মুহূর্তে তার করা একমাত্র গোলে জয় পায় পারসিয়ানরা।
ম্যাচের শুরু থেকেই অদম্য পিএসজি ফুটবলাররা। ইউসিএলে রিয়ালকে হারানোর ফর্মটা দুর্দান্তভাবে ধরে রেখেছিলো তারা। কিন্তু লিও গোলরক্ষক লোপেজ বাধা টপকানো হচ্ছিল না তাদের। প্রথমার্ধ শেষেও একই অবস্থা দু’দলের। আক্রমণ প্রতি আক্রমণ হচ্ছিল বার বার। কিন্তু গোল মুখে খেই হারিয়ে ফেলছিলেন ফরোয়ার্ডরা।
অবশেষে ম্যাচের অন্তিম মুহূর্তে পারসিয়ানদের ত্রাতা হয়ে আসেন নেইমার জুনিয়র। ৮৭ মিনিটে দুরন্ত গতির শটে এগিয়ে দেন পিএসজিকে। আর এই একমাত্র গোলেই জয়ের হাসি হাসে থমাস টাচেলের দল।